Friday, April 1, 2022

তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..

 তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..



রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও আত্মবিশ্বাসের সঙ্গে পুণ্য লাভের জন্য রোজা রাখেন, তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তাঁর জীবনের পূর্বের সব গুনাহ মাফ করা হবে।’ (বুখারি ও মুসলিম)

তারাবি শব্দটি বহুবচন।একবচন হলো তারবিহ। এর শাব্দিক অর্থ হলো বিশ্রাম,স্বস্তি,শান্তি এবং প্রশান্তি। রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নতে মুয়াক্কাদা ২০ রাকাত নামাজ আদায় করা হয়, তাকে তারাবির নামাজ বলে 


তারাবির নামাজ কী ২০ রাকাত না ৮ রাকাত?

উত্তর: তারাবির নামাজ এক ধরনের নফল এবাদত । এটির নির্দিষ্ট কোনো রাকাতের কথা বলা হয়নি, দুই রাকাত করে ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত, ১৬ রাকাত, ২০ রাকাত পড়া যায়। কত রাকাত হবে, রাসুলুল্লাহ (স.) তা নির্ধারণ করে যাননি।

তারাবির নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত পুরুষদের।কোরআন শরিফ খতম করা সুন্নত  তারাবির নামাজে । নারীদের জন্যও ২০ রাকাত সুন্নত। তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত।


তারাবির নামাজের সহীহ নিয়ম এখানে পাবেন..

এশা’র চার রাকাত ফরজ নামাজ ও দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর এবং বিতর নামাজের আগে ২০ রাকাত তারাবীহ্ নামাজ আদায় করতে হয়।


তারাবির নামাজের নিয়ত দেখুন এখানে,

তারাবির নামাজের আরবি নিয়ত:

نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر

তারাবির নামাজের বাংলা নিয়ত:

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা, রকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

তারাবির নামাজের বাংলা নিয়তের অর্থ:

আমি ক্বিবলামুখি হয়ে দু’রাকাআত তারাবিহ সুন্নতে মুয়াক্কাদাহ নামাযের নিয়ত করছি। আল্লাহু আকবার।

তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া আরবি ও বাংলা উচ্চারণ:

سبحان ذى الملك والملكوت سبحان ذى العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت . سبحان الملك الحى الذى لاينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملئكة والروح

বাংলা উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূত। সুব্হানাল মালিকিল হায়্যিল্লাযি লা-ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।

তারাবিহ নামাজের চার রাকাত পরপর মোনাজাত বাংলা ও আরবি উচ্চারণ সহ:

তারাবি নামাজের মোনাজাত  আরবি ও বাংলা:

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্না নাস আলুকাল্ জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান্নারি বিরাহমাতিকা ইয়া আজীজু, ইয়া গাফ্ফারু, ইয়া কারীমু, ইয়া সাত্তারু, ইয়া রাহিমু ,ইয়া জাব্বারু ইয়া খালেকু, ইয়া রাররূ, আল্লাহুমা আজির না মিনান্নারি, ইয়া মূজিরু ইয়া মুজিরু, বিরাহ্মাতিকা ইয়া আরহামার রাহিমীন।

বি:দ্র: রমজান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকছে আমাদের পেইজে , যে কোন প্রশে্নর সমাধান থাকছে আপনাদের জন্য। 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ Bangladesh Railway Job Circular

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ Bangladesh Railway 2022 Job Circular 



বাংলাদেশ রেলওয়েতে স্থায়ী খালি পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই বিজ্ঞপ্তিতে বুকিং সহকারী পদে মোট ১৫৩ জন নিয়োগ দিবে এবং গার্ড পদে মোট ৫৩ জনকে নিয়োগের ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শূন্য পদগুলোতে নারী -পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি আরো এখানে নিচে দেওয়া  আছে।

BD Railway Job Circular 2022

পদের নাম: গার্ড

খালি পদসংখ্যা: ৫৩ টি । 
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও শারীরিক উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন শুরুর সময়: ০২ মার্চ ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম: বুকিং সহকারী

খালি পদ সংখ্যা: ১৫৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ হতে হবে। 
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ০৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন  শুরু করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাছাড়া এখারে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও সরাসরি আবেদন করতে পারবেন। 

আরো বিস্তারিত  দেখুন এখানে…

বাংলাদেশ রেলওয়ে গার্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ...




বাংলাদেশ রেলওয়ে  বুকিও সহকারি এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ...



 Tag:চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর,চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর, চাকরির খবর ২০২২, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২২ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো,  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর ২০২২, চাকরির খবর apk,



Thursday, March 31, 2022

রোজার নিয়ত আরবি-বাংলাসহ উচ্চারণ ও অর্থসহ

রোজার নিয়ত ও ইফতারের দোয়া আরবি-বাংলাসহ উচ্চারণ ও অর্থসহ


প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। সয়ং আল্লাহ পবিত্র রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজা রাখার মাধ্যমে প্রত্যেক মুসলমান আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয়।

সাহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি রোজার নিয়ত ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব। তাই আপনারা এখান থেকে রোজার নিয়ত দেখে নিতে পারেন। সাহরি খাওয়ার পর রোজা নিয়ত পাঠ করা অত্যান্ত জরুরি।

রোজার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم



আরবি নিয়ত বাংলায় লেখা : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়ত এর অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।


ইফতারের দোয়া আরবি


اللهم لك صمت و على رزقك افطرت.


ইফতারের দোয়া বাংলায় লেখা :আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।


ইফতারের দোয়ার অর্থ: হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করিতেছি। 


রমজানের ক্যালেন্ডার ও সময় সূচি 2022 | রোজার সময়সূচি ২০২২ (ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত)

রমজানের/রোজার ক্যালেন্ডার২০২২

রমজানের সময়-সূচি ২০২২





পবিত্র কোরআনে মাহে রমজান সম্পর্কে বলা হয়েছে,“ হে ঈমানদার গণ তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে । যেমন করা হয়েছিলো তোমাদের পূর্ববরর্তীদের উপর। যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো। (পবিত্র কোরআন ২:১৮৩)

 রমজানের ক্যালেন্ডার আপনারা যেনো সহজেই দেখতে পারেন তাই আমি ক্যালেন্ডার ও সময় সূচিটি এখন আপনাদের সমনে তুলে ধরবো ।  বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেটি থাকবে এখানে।  প্রতি বছর ইসলামী ফাউন্ডেশন রমজানের সময় সূচি বা রোজার সময়সূচি প্রকাশ করে থাকে এটি আপনারা জানেন। আপনারা চাইলে এখান থেকে এটি খুব সহজেই দেখে নিতে পারবেন। 

রমজানের/রোজার ক্যালেন্ডার ও সময়সূচি ডাউনলোড পিডিএফ


সেহরি ও ইফতারের রোজার সময়সূচী ২০২২ pdf download

 

Wednesday, March 30, 2022

২০২২ সালে রোজা শুরুর তারিখ দেখুন..

 

রোজা কত তারিখে শুরু হবে?
প্রথম রোজা কত তারিখে ?
২০২২ সালে কি মাসে রোজা হবে?
রোজা কবে থেকে শুরু?
পহেলা রমজান কত তারিখ / কবে?




আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন এখানে ..
সম্মনিত ইসলাম প্রিয় ভাই ও বোনরা আমাদরে সালাম গ্রহন করুন, আসসালামুআলাইকুম । 
আপনারা সবাই ইতিমধ্যে জানতে চাচ্ছেন আমাদের পবিত্র রমজান /রোজ কত তারিখে শুরু হবে। আমরা  আপনাদের জন্য এখানে প্রকাশ করছি রোজা / রমজান/পহেলা রোজা কত তারিখে শুরু হবে।

বাংলাদেশে রমজান ২০২২ কত তারিকে শুরু?
উত্তর: বাংলাদেশ সহ, ভারত ও পাকিস্তান ২০২২ সালে রমজান শুরু হবে ৩ এপ্রিল।


আরব ও অন্যান্য দেশে রমজান ২০২২ কত তারিখ থেকে শুরু?
উত্তর:  আরব সহ অন্যান্য দেশে ২০২২ সালে রমজান  এপ্রিল ২ তারিখ শুরু। 

বাংলাদেশে রোজা/ রমজান কত তারিখে কি মাসে শুরু?
উত্তর: বাংলাদেশে রমজান/রোজা ২০২২ সালের ৩ এপ্রিল শুরু। 

রমজান/রোজা কবে শেষ?
উত্তর: ২০২২ সালে বাংলাদেশে ,ভারত ও পাকিস্তানে ৩ মে শেষ। 

আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের পেইটির সাথেই থাকুন। 


সাধারণ জ্ঞান পর্ব:১

  

সাধারণ জ্ঞান পর্ব:১



আজকের বিষয়: বাংলাদেশ


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে সবচেয়ে বেশি বার আসা প্রশ্নগুলো এবং উত্তর এখানে দেওয়া হলো:

প্রশ্ন ১. বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় –
উত্তর: গারো পাহাড়
 বাংলাদেশের উঁচু পাহাড় – গারো পাহাড়। প্রশ্ন ২.বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি – 
 উত্তর: ময়মনসিংহ
 প্রশ্ন ৩.বাংলাদেশের ছোট জেলা – 
 উত্তর: নারায়ণগঞ্জ
 প্রশ্ন ৪.আয়তনে ছোট জেলা –  
উত্তর: নারায়ণগঞ্জ
প্রশ্ন ৫. আয়তনে বড় জেলা –
 উত্তর:  রাঙামাটি
 প্রশ্ন ৬.জনসংখ্যায় ছোট জেলা – 
 উত্তর: বান্দরবন
প্রশ্ন ৭.জনসংখ্যায় বড় জেলা –
 উত্তর:  ঢাকা
প্রশ্ন ৮.জনসংখ্যায় বড় থানা –
 উত্তর:  বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রশ্ন ৯. বাংলাদেশের সর্ব উত্তর -
 উত্তর: পূর্বের থানা: জকিগঞ্জ, সিলেট
 প্রশ্ন ১০.বাংলাদেশের সর্ব দক্ষিণ – 
 উত্তর: পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)
প্রশ্ন ১১. সবচেয়ে বড় গ্রাম- 
উত্তর: বানিয়াচং, হবিগঞ্জ
প্রশ্ন ১২. আয়তনে ছোট থানা –
 উত্তর:  কোতোয়ালী (ঢাকা)
 প্রশ্ন ১৩.জনসংখ্যায় ছোট থানা – 
 উত্তর: রাজস্থলী (রাঙামাটি)
প্রশ্ন১৪ .সর্ব পশ্চিমের জেলা-
 উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন ১৫.সর্ব দক্ষিণের জেলা-
 উত্তর: কক্সবাজার
প্রশ্ন ১৬.আয়তনে বড় থানা –
 উত্তর:  শ্যামনগর(সাতক্ষীরা)
 প্রশ্ন ১৭.সর্ব পূর্বের থানা/উপজেলা-
 উত্তর: থানচি
 প্রশ্ন ১৮.সর্ব পশ্চিমের থানা-
 উত্তর: শিবগঞ্জ
 প্রশ্ন ১৯.সর্ব দক্ষিণের স্থান-
 উত্তর: ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন
প্রশ্ন ২০.সর্ব পশ্চিমের স্থান-
 উত্তর: মনাকশা
প্রশ্ন ২১.সর্ব দক্ষিণের থানা-
 উত্তর: টেকনাফ
প্রশ্ন ২২. সর্ব পূর্বের জেলা-
 উত্তর: বান্দরবন
 প্রশ্ন ২৩.সর্ব উত্তরের জেলা-
 উত্তর: পঞ্চগড়
 প্রশ্ন ২৪.সর্ব উত্তরের থানা-
 উত্তর: তেঁতুলিয়া
প্রশ্ন ২৫.সর্ব পূর্বের স্থান-
 উত্তর: আখাইন ঠং
 প্রশ্ন ২৬.বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত -
 উত্তর: ২৬.০১ সেলসিয়াস।
 প্রশ্ন 27.বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়-
 উত্তর:  সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)
 প্রশ্ন ২৮.সর্ব উত্তরের স্থান-
 উত্তর: বাংলাবান্ধা
 প্রশ্ন ২৯.বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়-
 উত্তর:  নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)
 প্রশ্ন ৩০.বাংলাদেশের শীতলতম জেলা কোনটি -
 উত্তর:  সিলেট।
প্রশ্ন ৩১.গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত-
 উত্তর:  ৬ ঘন্টা।
প্রশ্ন ৩২.বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি -
 উত্তর:  রাজশাহী।
 প্রশ্ন ৩৩.বাংলাদেশের শীতলতম স্থান কোনটি -
 উত্তর:  শ্রীমঙ্গল।
প্রশ্ন ৩৪.বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি-
 উত্তর: নাটোরের লালপুরে।
প্রশ্ন ৩৫. বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে -
 উত্তর:  কর্কটক্রান্তি


উপরের উল্লেখিত প্রশ্ন ও উত্তরগুলো আপনার জানা থাকলে আপনি যে কোন পরিক্ষায় ও প্রতিযোগীতায় অংশ নিয়ে সহজেই উত্তর করে জয়ী হতে পারবেন।
আমরা এই পেইজটির আরো পর্ব তৈরি করবো। তাই আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 

আরো দেখুন...ক্লিক করুন

Tuesday, March 29, 2022

সমন্বিত ভর্তি পরিক্ষা নিয়ে যা বললেন শিক্ষা মন্ত্রী

সমন্বিত ভর্তি পরিক্ষা নিয়ে যা বললেন শিক্ষা মন্ত্রী


কি হবে সমন্বিত ভর্তি পরিক্ষার দেখুন ২০২২
যেভাবে হবে সমন্বিত ভর্তি পরিক্ষা     
সমন্বিত ভর্তি পরিক্ষার নতুন নিয়ম প্রকাশ     

বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন ড.শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী আরো বলেছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি কমাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। সে জন্য ভর্তি পরীক্ষায় যেন তাদের কোনো ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
 এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীর ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করানো উচিত। শুধু সংখ্যার বিচারে নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাই প্রধান হওয়া উচিত।

যেভাবে হবে সমন্বিত ভর্তি পরিক্ষা তা উল্রেখ করেছেন শিক্ষামন্ত্রী।

তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..

  তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন.. রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা:) এরশাদ...