Wednesday, March 30, 2022

সাধারণ জ্ঞান পর্ব:১

  

সাধারণ জ্ঞান পর্ব:১



আজকের বিষয়: বাংলাদেশ


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে সবচেয়ে বেশি বার আসা প্রশ্নগুলো এবং উত্তর এখানে দেওয়া হলো:

প্রশ্ন ১. বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় –
উত্তর: গারো পাহাড়
 বাংলাদেশের উঁচু পাহাড় – গারো পাহাড়। প্রশ্ন ২.বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি – 
 উত্তর: ময়মনসিংহ
 প্রশ্ন ৩.বাংলাদেশের ছোট জেলা – 
 উত্তর: নারায়ণগঞ্জ
 প্রশ্ন ৪.আয়তনে ছোট জেলা –  
উত্তর: নারায়ণগঞ্জ
প্রশ্ন ৫. আয়তনে বড় জেলা –
 উত্তর:  রাঙামাটি
 প্রশ্ন ৬.জনসংখ্যায় ছোট জেলা – 
 উত্তর: বান্দরবন
প্রশ্ন ৭.জনসংখ্যায় বড় জেলা –
 উত্তর:  ঢাকা
প্রশ্ন ৮.জনসংখ্যায় বড় থানা –
 উত্তর:  বেগমগঞ্জ (নোয়াখালী)
প্রশ্ন ৯. বাংলাদেশের সর্ব উত্তর -
 উত্তর: পূর্বের থানা: জকিগঞ্জ, সিলেট
 প্রশ্ন ১০.বাংলাদেশের সর্ব দক্ষিণ – 
 উত্তর: পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)
প্রশ্ন ১১. সবচেয়ে বড় গ্রাম- 
উত্তর: বানিয়াচং, হবিগঞ্জ
প্রশ্ন ১২. আয়তনে ছোট থানা –
 উত্তর:  কোতোয়ালী (ঢাকা)
 প্রশ্ন ১৩.জনসংখ্যায় ছোট থানা – 
 উত্তর: রাজস্থলী (রাঙামাটি)
প্রশ্ন১৪ .সর্ব পশ্চিমের জেলা-
 উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন ১৫.সর্ব দক্ষিণের জেলা-
 উত্তর: কক্সবাজার
প্রশ্ন ১৬.আয়তনে বড় থানা –
 উত্তর:  শ্যামনগর(সাতক্ষীরা)
 প্রশ্ন ১৭.সর্ব পূর্বের থানা/উপজেলা-
 উত্তর: থানচি
 প্রশ্ন ১৮.সর্ব পশ্চিমের থানা-
 উত্তর: শিবগঞ্জ
 প্রশ্ন ১৯.সর্ব দক্ষিণের স্থান-
 উত্তর: ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন
প্রশ্ন ২০.সর্ব পশ্চিমের স্থান-
 উত্তর: মনাকশা
প্রশ্ন ২১.সর্ব দক্ষিণের থানা-
 উত্তর: টেকনাফ
প্রশ্ন ২২. সর্ব পূর্বের জেলা-
 উত্তর: বান্দরবন
 প্রশ্ন ২৩.সর্ব উত্তরের জেলা-
 উত্তর: পঞ্চগড়
 প্রশ্ন ২৪.সর্ব উত্তরের থানা-
 উত্তর: তেঁতুলিয়া
প্রশ্ন ২৫.সর্ব পূর্বের স্থান-
 উত্তর: আখাইন ঠং
 প্রশ্ন ২৬.বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত -
 উত্তর: ২৬.০১ সেলসিয়াস।
 প্রশ্ন 27.বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়-
 উত্তর:  সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)
 প্রশ্ন ২৮.সর্ব উত্তরের স্থান-
 উত্তর: বাংলাবান্ধা
 প্রশ্ন ২৯.বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়-
 উত্তর:  নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)
 প্রশ্ন ৩০.বাংলাদেশের শীতলতম জেলা কোনটি -
 উত্তর:  সিলেট।
প্রশ্ন ৩১.গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত-
 উত্তর:  ৬ ঘন্টা।
প্রশ্ন ৩২.বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি -
 উত্তর:  রাজশাহী।
 প্রশ্ন ৩৩.বাংলাদেশের শীতলতম স্থান কোনটি -
 উত্তর:  শ্রীমঙ্গল।
প্রশ্ন ৩৪.বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি-
 উত্তর: নাটোরের লালপুরে।
প্রশ্ন ৩৫. বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে -
 উত্তর:  কর্কটক্রান্তি


উপরের উল্লেখিত প্রশ্ন ও উত্তরগুলো আপনার জানা থাকলে আপনি যে কোন পরিক্ষায় ও প্রতিযোগীতায় অংশ নিয়ে সহজেই উত্তর করে জয়ী হতে পারবেন।
আমরা এই পেইজটির আরো পর্ব তৈরি করবো। তাই আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 

আরো দেখুন...ক্লিক করুন

No comments:

Post a Comment

তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..

  তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন.. রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা:) এরশাদ...