Thursday, March 31, 2022

রোজার নিয়ত আরবি-বাংলাসহ উচ্চারণ ও অর্থসহ

রোজার নিয়ত ও ইফতারের দোয়া আরবি-বাংলাসহ উচ্চারণ ও অর্থসহ


প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। সয়ং আল্লাহ পবিত্র রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজা রাখার মাধ্যমে প্রত্যেক মুসলমান আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয়।

সাহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি রোজার নিয়ত ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব। তাই আপনারা এখান থেকে রোজার নিয়ত দেখে নিতে পারেন। সাহরি খাওয়ার পর রোজা নিয়ত পাঠ করা অত্যান্ত জরুরি।

রোজার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم



আরবি নিয়ত বাংলায় লেখা : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়ত এর অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।


ইফতারের দোয়া আরবি


اللهم لك صمت و على رزقك افطرت.


ইফতারের দোয়া বাংলায় লেখা :আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন।


ইফতারের দোয়ার অর্থ: হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করিতেছি। 


1 comment:

তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..

  তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন.. রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা:) এরশাদ...