Friday, April 1, 2022

তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..

 তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..



রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও আত্মবিশ্বাসের সঙ্গে পুণ্য লাভের জন্য রোজা রাখেন, তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তাঁর জীবনের পূর্বের সব গুনাহ মাফ করা হবে।’ (বুখারি ও মুসলিম)

তারাবি শব্দটি বহুবচন।একবচন হলো তারবিহ। এর শাব্দিক অর্থ হলো বিশ্রাম,স্বস্তি,শান্তি এবং প্রশান্তি। রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নতে মুয়াক্কাদা ২০ রাকাত নামাজ আদায় করা হয়, তাকে তারাবির নামাজ বলে 


তারাবির নামাজ কী ২০ রাকাত না ৮ রাকাত?

উত্তর: তারাবির নামাজ এক ধরনের নফল এবাদত । এটির নির্দিষ্ট কোনো রাকাতের কথা বলা হয়নি, দুই রাকাত করে ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত, ১৬ রাকাত, ২০ রাকাত পড়া যায়। কত রাকাত হবে, রাসুলুল্লাহ (স.) তা নির্ধারণ করে যাননি।

তারাবির নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত পুরুষদের।কোরআন শরিফ খতম করা সুন্নত  তারাবির নামাজে । নারীদের জন্যও ২০ রাকাত সুন্নত। তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত।


তারাবির নামাজের সহীহ নিয়ম এখানে পাবেন..

এশা’র চার রাকাত ফরজ নামাজ ও দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর এবং বিতর নামাজের আগে ২০ রাকাত তারাবীহ্ নামাজ আদায় করতে হয়।


তারাবির নামাজের নিয়ত দেখুন এখানে,

তারাবির নামাজের আরবি নিয়ত:

نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر

তারাবির নামাজের বাংলা নিয়ত:

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা, রকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

তারাবির নামাজের বাংলা নিয়তের অর্থ:

আমি ক্বিবলামুখি হয়ে দু’রাকাআত তারাবিহ সুন্নতে মুয়াক্কাদাহ নামাযের নিয়ত করছি। আল্লাহু আকবার।

তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া আরবি ও বাংলা উচ্চারণ:

سبحان ذى الملك والملكوت سبحان ذى العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت . سبحان الملك الحى الذى لاينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملئكة والروح

বাংলা উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূত। সুব্হানাল মালিকিল হায়্যিল্লাযি লা-ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।

তারাবিহ নামাজের চার রাকাত পরপর মোনাজাত বাংলা ও আরবি উচ্চারণ সহ:

তারাবি নামাজের মোনাজাত  আরবি ও বাংলা:

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্না নাস আলুকাল্ জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান্নারি বিরাহমাতিকা ইয়া আজীজু, ইয়া গাফ্ফারু, ইয়া কারীমু, ইয়া সাত্তারু, ইয়া রাহিমু ,ইয়া জাব্বারু ইয়া খালেকু, ইয়া রাররূ, আল্লাহুমা আজির না মিনান্নারি, ইয়া মূজিরু ইয়া মুজিরু, বিরাহ্মাতিকা ইয়া আরহামার রাহিমীন।

বি:দ্র: রমজান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকছে আমাদের পেইজে , যে কোন প্রশে্নর সমাধান থাকছে আপনাদের জন্য। 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ Bangladesh Railway Job Circular

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ Bangladesh Railway 2022 Job Circular 



বাংলাদেশ রেলওয়েতে স্থায়ী খালি পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই বিজ্ঞপ্তিতে বুকিং সহকারী পদে মোট ১৫৩ জন নিয়োগ দিবে এবং গার্ড পদে মোট ৫৩ জনকে নিয়োগের ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শূন্য পদগুলোতে নারী -পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি আরো এখানে নিচে দেওয়া  আছে।

BD Railway Job Circular 2022

পদের নাম: গার্ড

খালি পদসংখ্যা: ৫৩ টি । 
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও শারীরিক উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন শুরুর সময়: ০২ মার্চ ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম: বুকিং সহকারী

খালি পদ সংখ্যা: ১৫৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ হতে হবে। 
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ০৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন  শুরু করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাছাড়া এখারে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও সরাসরি আবেদন করতে পারবেন। 

আরো বিস্তারিত  দেখুন এখানে…

বাংলাদেশ রেলওয়ে গার্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ...




বাংলাদেশ রেলওয়ে  বুকিও সহকারি এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ...



 Tag:চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর,চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর, চাকরির খবর ২০২২, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২২ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো,  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর ২০২২, চাকরির খবর apk,



তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন..

  তারাবির নামাজের নিয়ম, নিয়ত, রাকাত, দোয়া ও মোনাজাতসমূহ দেখুন.. রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা:) এরশাদ...